পূর্ব দেশের কৃষক

পূর্ব দেশের কৃষক আমি

পশ্চিমেতে চালাই হাল,

চাষের ফসল ঘরে এলে

সন্তুষ্ট হয় মহাকাল।


কাল দিয়েছে ফসলের বীজ

বীজতলাটা ঊর্বর সরসিজ;


মাথা উঁচু ঘামের শরীর

মনের ভেতরে চণ্ডাল,

চাষা বলেই মন্দের ভাগী

সারাজীবন খাই গাল।

-

সাগর আল হেলাল

০১.০২.২০২২







Post a Comment

أحدث أقدم