ভালোবাসা

 


- এক তরফা হলেও তোমাকেই ভালোবাসবো। 
- আমি তো ভালোবাসি অন্য কাউকে। 
- বেশতো, আমি কি কিছু বলেছি !
 
- মানে ? 
- মানেটা সহজ, যার যার চড়কা- তার তার তেল। 
- পাগল হয়েছিস নাকি ? 
- পাগলামিই যদি না থাকে, তাকে কি আর ভালোবাসা বলে ? 
- তুই তো আমার চেয়ে বয়সে ছোট ! 
- তো ? 
- তো.... 


মোবাইলটা ঠাস করে পড়ে মেঝেতে। ঠাস শব্দের চড়টা পড়ে রফিকের গালে। 


- বেয়াদব, স্কুলে পড়ে কলেজের মেয়ের সাথে প্রেম ! 


ওপাশ থেকে সব শুনতে পায় তনু। রফিকের কান্নার আওয়াজ আসে কানে। ওর মা বকেই চলেছে। আর বকা শুনতে ভালো লাগে না তার। লাইন কেটে দেয়। ফোনের লাইন কাটতেই রিং বেজে ওঠে। মোবাইল স্ক্রীণে নাচতে থাকে সেভ করা নম্বর। নাম লেখা আছে জানু। তনু ফোনটা কেটে দিয়ে নম্বর ব্লক করে দেয়।

-

সাগর আল হেলাল
কলামিস্ট

০৮.০২.২০২২

Post a Comment

أحدث أقدم