Fariha |
আন্নের মুখত ছাইয়া আমি
নাওন খাওন ভুইল্যা যাই
ঘরের, কাম কাইজ ভুইলা যাই
ও খাল্তো ভাই-
আন্নের মনত দয়া-ময়া নাই।
#
ফাশের বাড়ির আকলি বু-জ্বি
খাল্তো ভাইরে লইয়া
চিটাগাঙের হালি শহর
বিয়া করছে যাইয়া
আন্নে খালি নজর দিয়া
মন ফুড়াইয়া করছেন ছাই।।
#
মিয়া ভাইয়ের বিয়া আসে
হয় না আমার লাইগা
কতো কি যে মনে আসে
নিশি কাটাই জাইগা
কবে আন্নের মন গলিবে
সেই আশাতে দিন কাটাই।।
-
সাগর আল হেলাল
২৮.০১.২০২২
إرسال تعليق